সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

টঙ্গীবাড়ীতে বৃক্ষমেলা উদ্বোধন 

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

টঙ্গীবাড়ীতে বৃক্ষমেলা উদ্বোধন 

টঙ্গীবাড়ীতে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। 

উপজেলা প্রশাসন ও বনবিভাগ কতৃক আয়োজিত বৃক্ষমেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা কৃষি অফিসার জয়নুল আলম তালুকদার, থানা ওসি মো. রাজিব খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নাহিদ খান।  

উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদেরকে বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

টিএইচ